04 Jun, 2024 স্যার হ্যানিম্যানের Sick , কাজী আজম Physician’s mission (চিকিৎসকের লক্ষ্য)The physician’s high and only mission is to restore the sick to health, to cure, as it is termed.Organon, Aphorism 1চিকিৎসকের গুরুত্বপূর্ণ বা মহৎ এবং একমাত্র ব্রত হলো অসুস্থ ব্যক্তিকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনা, যাকে বলা হয়ে থাকে আরোগ্য করা।অর্থাৎ স্যার হ্যানিম্যানের নির্দেশনা হচ্ছে sick থেকে মানুষকে health এ ফিরিয়ে আনতে হবে।এখন বিবেচ্য বিষয় sick বলতে আমরা কী বুঝব ?sick এর অভিধানিক অর্থ- অসুস্থ, আবার প্রচলিত অর্থে “অসুস্থ” কে আমরা “রোগগ্রস্থ” মনে করে থাকি। সুতরাং sick এবং diseased এর পারস্পরিক সম্পর্ক বোঝা জরুরী।sick / Sickness (অসুস্থ / অসুস্থতা)Definition of sick: spiritually or morally unsound or corrupt.: আধ্যাতিক বা নৈতিকভাবে অস্বাস্থ্যকর বা দূষিত।: mentally or emotionally unsound or disordered.: মানসিক বা আবেগগতভাবে অস্বাস্থ্যকর বা বিশৃঙ্খল।Merriam Webster DictionaryDisease / Diseased (রোগ / রোগগ্রস্ত)Definition of diseased: affected with or as if with a disease.: কোন রোগে বা তেমন কিছুতে আক্রান্ত।: lacking health or soundness.: স্বাস্থ্য বা সুস্থতার অভাব।Merriam Webster Dictionary: disorder of body function, system or organs.: শরীরের কার্যকরিতা, সিস্টেম বা অঙ্গগুলির ব্যাধি।Stedman’s dictionaryWhen a person falls ill, it is only this spiritual, self-acting (automatic) vital force, everywhere present in his organism, that is primarily deranged by the dynamic influence upon it of a morbific agent inimical to life; it is only the vital force, deranged to such an abnormal state, that can furnish the organism with its disagreeable sensations, and incline it to the irregular processes which we call disease.Organon, aphorism 11স্যার হ্যানিম্যান বলছেন- সমগ্র শরীর-যন্ত্রে বিরাজমান এই অশরীরী, স্বয়ংক্রিয় জৈবনিক শক্তি কোন জীবন-বিরোধী রোগজনক রূপান্তর সাধক পদার্থের গতিশীল প্রভাবে মৌলিকভাবে বিশৃঙ্খলাগ্রস্ত হলেই কেবল কোন ব্যক্তি রুগ্ন হতে পারে। এই জৈব মূলনীতি অস্বাভাবিকভাবে বিকৃত হলে শরীর-যন্ত্রে কষ্টকর অনুভুতিসমূহের সৃষ্টি করে এবং রকমারী অনিয়মিত ক্রিয়াকলাপের জন্ম দেয়। একেই আমরা রোগ বলে অভিহিত করি।উপরে উল্লেখিত সংজ্ঞা এবং স্যার হ্যানিম্যানের বক্তব্যকে বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে-সমগ্র শরীর-যন্ত্রে বিরাজমান এই অশরীরী, স্বয়ংক্রিয় জৈবনিক শক্তির উপর কোন জীবন-বিরোধী রোগজনক রূপান্তর সাধক পদার্থের গতিশীল প্রভাব বা উপস্থিতি হচ্ছে Sick। এবংজৈব মূলনীতি অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে শরীর-যন্ত্রে যেসকল কষ্টকর অনুভুতিসমূহের সৃষ্টি করে এবং রকমারী অনিয়মিত ক্রিয়াকলাপের জন্ম দেয় তা হচ্ছে Disease।আবার জানা গেছে-Hahnemann once said, “There are no diseases, but sick people,”Kent’s philosophy, page- 22স্যার হ্যানিম্যান বলেছেন, কোন রোগ নেই কিন্তু মানুষেরা অসুস্থ।অর্থাৎ মানুষের মধ্যে কষ্টকর অনুভুতিসমূহের এবং রকমারী অনিয়মিত ক্রিয়াকলাপের উপস্থিতি না থাকলেও তারা অসুস্থ বা Sick । আরও পরিস্কারভাবে বলা যায়, Sick এর কোন প্যাথলজী বা কষ্টকর অনুভুতির সিম্পটম নেই। যে মানুষটিকে সকলেই সুস্থ-সবল মনে করছেন তিনিও Sick।কিন্তু একজন সুস্থ-সবল মানুষকে অসুস্থ বলার যুক্তি কি ?যেহেতু বংশগতি থেকে জন্মের সময়েই আমরা সকল রোগশক্তি পেয়ে থাকি এবং উপযুক্ত চিকিৎসা না করলে এই রোগশক্তি জীবনীশক্তির উপর প্রভাব বিস্তার করে আমাদের দেহ-মনে সিম্পটম বা প্যাথলজী তৈরি করে আমাদেরকে রোগী বানিয়ে দেয়, সেহেতু আজ সুস্থ-সবল থাকলেও অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের কারনে যেকোন সময় আমাদের রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগগ্রস্ত হওয়ার এই সম্ভাবনা বা প্রবণতা আছে বলেই সকল মানুষ Sick। এই Sick থেকে মানুষকে health এ ফিরিয়ে আনা তথা চিকিৎসার নির্দেশ স্যার হ্যানিম্যান দিয়েছেন।এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণে রাখা জরুরী। মানুষ প্রথমে Sick অর্জন করে এবং এই Sick এর পরিনামফল হচ্ছে disease তথা প্রচলিত ভাষায় যাকে রোগ বলা হয়। অর্থাৎ Sick হচ্ছে disease এর উৎস। অর্গাননের এক নম্বর সূত্রে স্যার হ্যানিম্যান এই উৎসের চিকিৎসা করতে বলেছেন।এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন- Sick এলো কোথা থেকে ?স্যার হ্যানিম্যান তাঁর ক্রনিক ডিজিজেস বইতে উল্লেখ করেছেন-§ 81: The fact that this extremely ancient infecting agent has gradually passed, in some hundreds of generations, through many millions of human organisms and has thus attained an incredible development, renders it in some measure conceivable how it can now display such innumerable morbid forms in the great family of mankind, particularly when we consider what a number of circumstances contribute to the production of these great varieties of chronic diseases (secondary symptoms of psora), besides the indescribable diversity of men in respect of their congenital corporeal constitutions,সত্য এই যে, অত্যন্ত প্রাচীন সংক্রামক রোগশক্তি বহু লক্ষ কোটি মানব জীবনের মধ্য দিয়ে কয়েক শত প্রজন্মের মধ্যে ক্রমবিকশিত হয়ে এক অবিশ্বাস্য রূপ ধারণ করেছে, এই অবস্থায় মানবজাতির বৃহত্তর পরিসরে কত অগণিত রোগের ধরণ প্রকাশিত হয়েছে আমরা তা সামান্যই অনুমান করতে পারি। বিশেষকরে আমরা যখন ক্রনিক ডিজিজগুলি দ্বারা উৎপাদিত অসংখ্য প্রকৃতির ধরণসমূহ (সোরা’র গৌন উপসর্গ) বিবেচনা করি তখন সেগুলি মানুষের জন্মগতভাবে শারীরিক গঠনের ক্ষেত্রে কতটা অবর্ণনীয় বৈচিত্রময় ভুমিকা রাখে তা বোধগম্য হয়।সংক্ষেপে বলা যায়, শত-সহস্র প্রজন্মের মধ্য দিয়ে তথা বংশগতির মাধ্যমে সকল রোগশক্তি সমগ্র মানবজাতির মধ্যে বিরাজমান এবং তা জন্মের সময়েই অর্জিত হয়ে প্রতিটি মানুষের শারীরিক গঠন ও আচরনে প্রকাশিত হয়।সুতরাং Sick এসেছে মানুষের বংশগতি থেকে এবং তা খুঁজতে হবে প্রতিটি মানুষের বংশগতি থেকে প্রাপ্ত পৃথক পৃথকভাবে দৈহিক গঠন ও আচরনের মধ্যে। এই Sick থেকে আরোগ্যের আদর্শ কি হবে সে সম্পর্কেও স্যার হ্যানিম্যান নির্দেশনা দিয়েছেন।Highest Ideal of Cure (আরোগ্যের চুড়ান্ত আদর্শ)The highest ideal of cure is rapid, gentle and permanent restoration of the health, or removal and annihilation of the disease in its whole extent, in the shortest, most harmless way, and easily comprehensible principles.Organon, Aphorism 2আরোগ্যের চুড়ান্ত আদর্শ হচ্ছে সত্বর, স্বচ্ছন্দে ও স্থায়ীভাবে স্বাস্থ্য ফিরিয়ে আনা বা স্বল্পতম সময়ের মধ্যে, সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে সর্বতোভাবে ব্যাধিকে নির্মুল এবং ধ্বংস করা এবং সহজবোধ্য নীতিই হবে চিকিৎসকের ভিত্তি।এখানে বলা হয়েছে-চিকিৎসকের কর্তব্যের তিন দিক :সত্বর, স্বচ্ছন্দে ও স্থায়ীভাবে স্বাস্থ্য ফিরিয়ে আনা।চিকিৎসকের কাজের তিন দিক :স্বল্পতম সময়ের মধ্যে, সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে সর্বতোভাবে ব্যাধিকে নির্মুল এবং ধ্বংস করা।চিকিৎসকের নীতি একটি :সহজবোধ্য নীতিই হবে চিকিৎসকের ভিত্তি।এই সূত্রের নির্দেশণা লক্ষ্য করলে দেখা যাবে তিনটি বিষয় এখানে অতীব গুরুত্বপূর্ণ, যথাক্রমে- ১) স্বল্পতম সময়, ২) সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায় ও ৩) স্থায়ীভাবে আরোগ্য করা। চিকিৎসককে যেন-তেন উপায়ে দ্রুত রোগীর আরামের ব্যবস্থা করতে বলা হয়নি। যদি তাই হয় তবে এ্যালোপ্যাথিক, পেলিয়েটিভ ইত্যাদি চিকিৎসা ব্যবস্থাকে নির্ভরযোগ্য ও নির্দোষ উপায় হিসাবে বিবেচনা করা হতো। এখানে উপায় অবশ্যই হোমিওপ্যাথিক হতে হবে এবং তা স্থায়ীভাবে আরোগ্য করতে হবে।সুতরাং স্যার হ্যানিম্যানের নির্দেশণা অনুযায়ী দেহ-মনে রোগলক্ষণ সৃষ্টির উৎস Sick এর চিকিৎসা করা ছাড়া স্থায়ীভাবে আরোগ্যের অন্য কোন নির্দোষ উপায় নেই।