Contact

স্যার স্টুয়ার্ট ক্লোজ এর ফিলোসফি, কাজী আজম
06 Jun, 2024

স্যার স্টুয়ার্ট ক্লোজ এর ফিলোসফি, কাজী আজম

CONSTITUTION (গঠনপ্রকৃতি): “Constitution is that aggregate of hereditary characters, influenced more or less by environment, which determines the individual’s reaction, successful or unsuccessful, to the stress of environment”. 

Stuart Close

CONSTITUTION বা গঠনপ্রকৃতি হচ্ছে বংশগতি থেকে প্রাপ্ত চারিত্রিক সমষ্টি, যা পরিবেশের চাপে কম-বেশি প্রভাবিত হয়, এটি ব্যক্তির প্রতিক্রিয়া নির্ধারণ করে, পরিবেশের চাপে এই প্রতিক্রিয়া সফল অথবা ব্যর্থ হতে পারে।

Sick এর অনুসন্ধান করতে স্যার স্টুয়ার্ট ক্লোজ অর্গাননের § 3, 5, 90, 232 সূত্রের প্রেক্ষিতে বংশগতি থেকে প্রাপ্ত গঠনপ্রকৃতি অনুযায়ী রোগ নির্ণয় (Constitutional Diagnosis) করার নির্দেশনা দিয়েছেন।

তাঁর আরও কিছু উদ্বৃতি থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহন করতে পারি। 

প্রথম রেফারেন্স: স্যার স্টুয়ার্ট ক্লোজ তাঁর ফিলোসফির ৬০ পৃষ্ঠায় বলেছেন-

Life is the invisible, substantial, intelligent, individual, coordinating power and cause directing and activity of any organism possessing individuality.

জীবন হল অদৃশ্য, সারগর্ভ, বুদ্ধিমান, স্বতন্ত্র, সমন্বিত শক্তি এবং ব্যক্তিত্বের অধিকারী যে কোনও জীবের নির্দেশনা ও কার্যকলাপ।

দ্বিতীয় রেফারেন্স: তিনি আরও বলেন-

Health is the balanced condition of the living organism in which the integral, harmonious performance of the vital functions tends to the preservation of the organism and the normal development of the individual.

স্বাস্থ্য হল জীবন্ত জীবের ভারসাম্যপূর্ণ অবস্থা যেখানে জীবের সংরক্ষণ এবং ব্যক্তির স্বাভাবিক বিকাশের দিকে গুরুত্বপূর্ণ কার্যগুলির অবিচ্ছেদ্য, সুশৃঙ্খল কর্মক্ষমতার ঝোঁক থাকে।

তৃতীয় রেফারেন্স:

Disease is an abnormal vital process, a changed condition of life, which is inimical to the true development of the individual and tends to organic dissolution.

রোগ হল একটি অস্বাভাবিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং জীবনের একটি পরিবর্তিত অবস্থা, যা ব্যক্তির প্রকৃত বিকাশের জন্য ক্ষতিকর এবং জৈব দ্রবীভূত হওয়ার প্রবণতা রয়েছে। 

চতুর্থ রেফারেন্স: ৬৬ পৃষ্ঠায় বলেছেন-

It has been said of homoeopathy that is “not a theory of disease, but a theory of cure.” It is a thinking phrase, but like many other such epigrams it embodies only a half truth, and half truths are fatal to right thinking.

হোমিওপ্যাথি সম্পর্কে বলা হয়েছে যে এটি “রোগের তত্ত্ব নয়, বরং নিরাময়ের তত্ত্ব।”এটি একটি চিন্তাভাবনামূলক বাক্যাংশ, কিন্তু অন্যান্য অনেক সংক্ষিপ্ত বচনের মতো অর্ধেক সত্যকে মূর্ত করে এবং অর্ধেক সত্য সঠিক চিন্তার জন্য মারাত্মক।

পঞ্চম রেফারেন্স: ৭৭ পৃষ্ঠায় বলেছেন-

If the physician knows how to modify susceptibility in such a way as to satisfy the requirements of the sick organism and bring about a true cure, than is he a physician indeed; since cure consists simply in satisfying the morbid susceptibility of the organism and putting an end to the influx of disease-producing causes. 

যদি চিকিৎসক অসুস্থ (sick) জীবের প্রয়োজনগুলো পূরন করতে সংবেদনশীলতাকে কীভাবে পরিবর্তন করে সত্যিকারের নিরাময় করতে হয় তার উপায় জানেন, তবে তিনি প্রকৃতপক্ষে একজন চিকিৎসক; কেননা নিরাময় কেবলমাত্র জীবের রোগসংক্রান্ত সংবেদনশীলতা এবং রোগ-উৎপাদনকারী কারণগুলির প্রবাহের অবসান ঘটানোর মাধ্যমে অর্জিত হয়।

ষষ্ঠ রেফারেন্স: ৮৯ পৃষ্ঠায় উল্লেখ করেছেন-

Hahnemann’s generalization was based upon his new far-reaching discovery: the existence of living, specific, infectious micro-organisms as the cause of the greater part of all true diseases.

হ্যানিম্যানের সাধারণীকরণ ছিল তাঁর নতুন সুদূরপ্রসারী আবিষ্কারের উপর ভিত্তি করে: জীবিত, নির্দিষ্ট, সংক্রামক অণুজীবের অস্তিত্বের বৃহত্তর অংশের কারণ সকল আসল রোগ (true disease)।

এসকল উদ্বৃতি থেকে আমরা যে শিক্ষা গ্রহন করতে পারি,

প্রথম রেফারেন্স থেকে শিক্ষা: ব্যক্তির জীবনকে বুঝতে হলে তার ব্যক্তিত্বকে বুঝতে হবে।

দ্বিতীয় রেফারেন্স থেকে শিক্ষা: ব্যক্তির স্বাভাবিক বিকাশের ভারসাম্যপূর্ণ অবস্থা হচ্ছে স্বাস্থ্য।

তৃতীয় রেফারেন্স থেকে শিক্ষা: ব্যক্তির প্রকৃত বিকাশের জন্য ক্ষতিকর এবং জৈব দ্রবীভূত হওয়ার প্রবণতা হচ্ছে রোগ।

চতুর্থ রেফারেন্স থেকে শিক্ষা: কয়েকটি সংক্ষিপ্ত বচন জানলেই হোমিওপ্যাথি জানা হবে না। এটি যে নিরাময়ের তত্ত্ব তা যথাযথভাবে বুঝতে এবং চর্চা করতে হবে।

পঞ্চম রেফারেন্স থেকে শিক্ষা: যদি সত্যিকার অর্থে নিরাময় করতে হয় তবে ব্যক্তির রোগসংক্রান্ত সংবেদনশীলতা এবং রোগ-উৎপাদনকারী কারণগুলির প্রবাহের অবসান ঘটাতে তথা sick এর চিকিৎসা করতে হবে। অর্থাৎ কারণকে দমন করতে হবে।

ষষ্ঠ রেফারেন্স থেকে শিক্ষা: যত রকমের সিম্পটম বা লক্ষণ বা প্যাথলজী কিংবা শারীরিক-মানসিক কষ্ট-দূর্ভোগ আছে তার মূল কারণ true disease।

অতএব স্যার স্টুয়ার্ট ক্লোজ এর ফিলোসফি থেকে আমাদের মৌলিক শিক্ষা হচ্ছে sick কে নিরাময় করতে true disease গুলির অনুসন্ধান করতে হবে ব্যক্তির বংশগতিকে গুরুত্ব দিয়ে Constitutional Diagnosis এর মাধ্যমে।