08 Jun, 2024 স্যার শ্যামল কুমার দাস এর ফিলোসফি, কাজী আজম স্যার শ্যামল কুমার দাস দৃঢ়ভাবে বিশ্বাস করেন- হোমিওপ্যাথির জনক স্যার হ্যানিম্যান সহ পূর্ব ঋষিগণের অভিমত অনুযায়ী একমাত্র sick এর চিকিৎসা করা আমাদের কর্তব্য। প্রচলিত মেটেরিয়া মেডিকা এবং রেপার্টরী তে যে সকল সিম্পটম কিংবা রুব্রিকস উল্লেখ আছে তা স্যার জেমস টাইলার কেন্ট এর ভাষায় results of disease এর প্রতিনিধিত্ব করে এবং এগুলিকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করার অর্থ Sickness কে বিবেচনা না করে প্রেসক্রিপশন করা। ফলে ভিতরে ভিতরে true disease গুলো ভয়ঙ্করভাবে বাড়তে থাকে।Sickness কি?Sickness হচ্ছে ব্যক্তির মধ্যে বংশগতি থেকে প্রাপ্ত true disease গুলোর জেনেটিক মেটেরিয়ালের অবস্থান। এগুলোকে আধুনিক বিজ্ঞানে harmful group of genes বা দলবদ্ধ ক্ষতিকারক জিন হিসাবে চিহ্নিত করা হয়। এই জিনগুলির সক্রিয়তা বোঝা যায় ব্যক্তির জীবন দর্শন বিশেষ করে শৈশবের জীবন দর্শন থেকে, তবে জীবন দর্শনের প্রকাশ না থাকলেও জেনেটিকস এর প্যাথ-ফিজিওলজীক্যাল বৈজ্ঞানিক তত্ত্ব harmful group of genes তথা true disease এর উপস্থিতিকে অস্বীকার করা যাবে না। জিনোমে beneficial group of genes বা দলবদ্ধ উপকারী জিন রয়েছে, এদের অতি সক্রিয় অবস্থায় কোষীয় কার্যকলাপে সু-শৃঙ্খলা বজায় থাকার কারণে স্বাস্থ্যাবস্থা বজায় থাকে, অর্থাৎ তখন কোন রোগ লক্ষণ পাওয়া যায় না ফলে সকলে তাকে সুস্থ-সবল বলে। এই beneficial group of genes বা দলবদ্ধ উপকারী জিন এর এনজাইম থেকে যে উপকারী শক্তি উৎপন্ন হয় তাকে vital force বলে। আর harmful group of genes যখন উপযুক্ত পরিবেশে বা প্রকৃতির নিয়মে অতি সক্রিয় অবস্থায় উন্নিত হয় তখন beneficial group of genes এর প্রভাব প্রকাশে বাধাগ্রস্ত হয় এবং ব্যক্তির মধ্যে নানান রোগ লক্ষণ দেখা দেয়, অর্থাৎ ব্যক্তিটি তখন রোগী হিসাবে চিহ্নিত হয়। ব্যক্তিটি আজ স্বাস্থ্যাবস্থা উপভোগ করলেও উপযুক্ত চিকিৎসা না পেলে যেকোন সময় রোগগ্রস্ত হবে সেকারনে এই অবস্থাকে Sickness বলা হয়েছে।Sickness এর চিকিৎসার অর্থ হচ্ছে harmful group of genes এর নিষ্ক্রিয় বা সক্রিয় অথবা অতি সক্রিয় অবস্থা থেকে স্থায়ীভাবে নিস্ক্রিয় করা এবং beneficial group of genes এর অতি সক্রিয় অবস্থানের প্রভাব প্রকাশের মাধ্যমে vital force কে স্বমহিমায় কাজ করার পরিবেশ সৃষ্টি করা। এটি সম্ভব হয় ব্যক্তির গঠনপ্রকৃতি সংশোধনে সক্ষম ওষুধ (Constitutional medicine) প্রয়োগের মাধ্যমে।যদি রোগ লক্ষণ বিবেচনা করে চিকিৎসা করা হয তবে harmful group of genes এর উৎপাদিত এনজাইমকে ধ্বংস বা নিষ্ক্রিয় বা প্রশমিত করা যায় এবং তাতে ব্যক্তিটি কিছু সময় বা কাল পর্যন্ত আরাম পায় বটে কিন্তু harmful group of genes এর উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়না, ফলে ভবিষ্যতে তা ভয়ানক আকার ধারণ করে ব্যক্তির স্বাস্থ্যকে চরমভাবে ধ্বংস করে দেয়।এই বিষয়টিকে সহজবোধ্য করতে স্যার শ্যামল কুমার দাস তাঁর A New Voyage With Real Homoeopathy বইয়ের Evolution of Real Homoeopathy চ্যাপ্টারে স্যার J. T. Kent এর একটি উদ্বৃতি উল্লেখ করে বলেছেন-Prescribing for the results of disease causes changes in the results of disease, but not in the sickness except to hurry its progress.রোগের পরিনামফলের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করলে সেগুলির উপশম হয় ঠিকই, তবে Sickness এর জন্য ওষুধ নির্বাচন না করতে পারার জন্য মূল রোগটি ভিতরে ভিতরে বাড়তে থাকে।এর মর্মার্থ হল-● “the results of disease বা রোগের পরিনামফল ” এর কারন হচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের প্রভাবে দলবদ্ধ ক্ষতিকারক জিন (harmful group of genes) কর্তৃক উৎপাদিত ক্ষতিকারক প্রটিন (product)।● “causes changes in the results of disease বা রোগের পরিনামফলের উপশম হয়” এর অর্থ দলবদ্ধ ক্ষতিকারক জিন (harmful group of genes) কর্তৃক উৎপাদিত ক্ষতিকারক প্রটিন (product) ধ্বংস হওয়া।● “not in the sickness বা sickness এর জন্য ওষুধ নির্বাচন না করতে পারা” এর অর্থ চিকিৎসার সময় বিদ্যমান ছয়টি true disease কে বিবেচনা না করা। ফলে ক্ষতিকারক প্রতিক্রিয়ার শৃংখলা ভেঙ্গে ক্ষতিকর উৎপাদন প্রক্রিয়াকে বন্ধ করা যাবে না। যেহেতু true disease বিবেচনা না করে similar ওষুধ প্রেসক্রিপশন করা হয়েছে সেহেতু অভ্যন্তরীণ আগেকার (বিষাক্ত) পরিবেশ অশান্ত থাকে।● “except to hurry its progress বা মূল রোগটি ভিতরে ভিতরে বাড়তে থাকে” এর অর্থ ব্যক্তির অভ্যন্তরীণ স্বাস্থ্যগত জটিল অবস্থার প্রবণতা দ্রুত বৃদ্ধি পায়। কেননা সুপারফিসিয়াল similar ওষুধ দ্বারা ক্ষতিকর উৎপাদিত বস্তুকে ধ্বংস করা হয়েছে ঠিকই কিন্তু ক্ষতিকারক প্রতিক্রিয়ার শৃংখলা ভেঙ্গে ক্ষতিকর উৎপাদন প্রক্রিয়াকে বন্ধ করা হয়নি। বরং এটি ধীরে ধীরে বাড়তে থাকে, কেননা সুপারফিসিয়াল similar ওষুধ সক্রিয় (active) এবং অতিসক্রিয় (overactive) বিভিন্ন true disease গুলির জন্য দায়ী দলবদ্ধ ক্ষতিকর জিনকে (harmful group of genes) নিষ্ক্রিয় (inactive) করতে পারে না।একটি প্রাকৃতিক কাজের উদাহরণ-স্যার কেন্ট এর এই উদ্বৃতিটির মর্ম যথাযথভাবে না বুঝতে পারলে রিয়েল হোমিওপ্যাথির স্বার্থকতা এবং অপরিহার্যতা উপলব্ধি করা যাবে না। একটি প্রাকৃতিক কাজের উদাহরণ দিয়ে আমরা বিষয়টি আরও সহজে বোঝার চেষ্টা করতে পারি-কৃষি সেচ ব্যবস্থায় নলকুপের সাহায্যে ভুগর্ভস্থ থেকে পানি বা জল উত্তোলন করা হয়। একটি চৌবাচ্চায় পানি জমা হয়ে নালা দিয়ে সেই পানি ক্ষেত খামারে পৌঁছে যায় এবং ফসলের জন্য জমি উর্বর থাকে। যদি সেই নালায় বাঁধ দেয়া হয় তবে সেই নালা দিয়ে পানি প্রবাহ বন্ধ হবে কিন্তু নলকুপের পানি উত্তোলন অব্যহত থাকলে চৌবাচ্চায় পানি পূর্ণ হয়ে উপচে পড়ে আশেপাশের সমস্থ জমিকেই উর্বর করে তুলবে এবং একসময় সেই পানি চারিদিকে ছড়িয়ে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে। আর যদি নলকুপের পানি উত্তোলন বন্ধ করা হয় তবে নালায় বাঁধ না দিলেও একসময়ে চৌবাচ্চার ও নালার পানি শুকিয়ে যাবে, ক্ষেত খামারে পানি পৌঁছাবে না এবং ক্রমে ক্রমে জমি অনুর্বর হয়ে পড়বে ফলে ফসল আর ফলবে না।এই উদাহরণে নলকুপ হচ্ছে ক্ষতিকারক জিনের প্রতীক, পানি হচ্ছে ক্ষতিকারক উৎপাদনের প্রতীক, চৌবাচ্চা হচ্ছে মানব দেহঅভ্যন্তরের প্রতীক, নালা হচ্ছে রোগ লক্ষণের প্রতীক, উর্বরতা হচ্ছে মানব দেহ রোগগ্রস্ত হওয়ার প্রবণতার প্রতীক, ফসল হচ্ছে নানান রোগ-বালাইয়ের প্রতীক এবং জমি হচ্ছে মানব দেহের প্রতীক। এখন নালায় বাঁধ দেয়ার অর্থ রোগ লক্ষণের সদৃশ হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে তার গতিপথ পরিবর্তনের চেষ্টা করা, এতে পানির গতিপথে পরিবর্তন হবে কিন্তু আশপাশের জমির উর্বরতা ঠেকবে না বরং এই পানি চারিদেকে ছড়িয়ে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে। আবার নলকুপের পানি উত্তোলন বন্ধ করার অর্থ Sickness এর সদৃশ হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে ক্ষতিকারক জিন কর্তৃক ক্ষতিকারক উৎপাদন প্রক্রিয়া বন্ধ করা তথা পানির উৎস বন্ধ করে দেয়া, ফলে একপর্যায়ে পানির অভাবে সমস্থ মানবদেহ রোগ-বালাই তৈরি হওয়ার ক্ষেত্রে অনুর্বর হয়ে যাবে।Prescribing for the results of disease অর্থ নালায় বাঁধ দিয়ে পানি বন্ধের চেষ্টা করা;not in the sickness অর্থ নলকুপের পানি উৎপাদন প্রক্রিয়া বন্ধ না করা;hurry its progress অর্থ পানি চারিদেকে ছড়িয়ে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে।নালায় বাঁধ দিয়ে পানি বন্ধের চেষ্টা করা মানে উপরি উপরি ভাবে অস্থায়ী চেষ্টা তথা সুপারফিসিয়াল হোমিওপ্যাথিক চিকিৎসার উদাহরণ এবং এটি ব্যক্তির জন্য ভবিষ্যতে মহা ক্ষতি ডেকে আনে। শুধুমাত্র সুপারফিসিয়াল হোমিওপ্যাথি নয় পৃথিবীর সকল থেরাপিউটিক সিস্টেমেই এই চেষ্টা করা হয়, পার্থক্য একপক্ষ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে এবং অন্যরা এ্যালোপ্যাথিক বা অন্য কোন ওষুধ ব্যবহার করে। একপক্ষ নীতিকথা বলে, অন্যেরা বিজ্ঞানের বড়াই করে!নলকুপের পানি উত্তোলন বন্ধের চেষ্টা করা মানে স্থায়ী তথা প্রকৃত বা রিয়েল হোমিওপ্যাথিক চিকিৎসার উদাহরণ এবং এটি ব্যক্তির জন্য ভবিষ্যতের মহা ক্ষতি রোধ করে মহা প্রশান্তি এনে দেয়।কেউ কেউ যুক্তি দেখান- “রোগীর আগে রোগ যন্ত্রণা বন্ধ করে আরাম দেয়া হোক তারপর স্থায়ী সমাধানের চিন্তা করা যাবে!” আবার কেউ বলেন- “এতকাল এই চিকিৎসায় কত মানুষকেই তো ভালো করা গেল, আবার নতুন ভাবনার প্রয়োজন কেন!”এদের জবাবে বলা যায়- পানির উৎপাদন বন্ধ হলে নালার পানিতো এমনিতেই শুকিয়ে যাবে, তার মানে রোগ যন্ত্রণাও কমে যাবে। আর এতকাল কত মানুষ ভালো করলাম- এ কথার অর্থ এরা যাকে ভালো করা মনে করেন স্যার কেন্ট তাকে ভালো বলেননি, অতএব হয় এরা ভুল বলছেন নতুবা স্যার কেন্ট ভুল বলেছেন! আলাদা করে যুক্তি দেখানোর অর্থ আসল বিষয় না বুঝে জ্ঞান-গর্ভ কথা বলার চেষ্টা করা। এদের সম্পর্কে কেন্ট’স ফিলোসোফির ৮১ পৃষ্ঠার একটি উদ্বৃতি স্যার শ্যামল কুমার দাস দিয়ে থাকেন-What nonsense! That is not adjusting the remedy to the state of the patient that existed before he had these structural changes and fixed groups of symptoms, for if you adjust a remedy to the pathological condition, you are not adjusting it to the patient, to his very beginnings down to the present time.কি নির্বোধ তুমি! কারণ আজকের এই সমস্যা (দৈহিক বা মানসিক) শুরু হওয়ার পূর্বে অর্থাৎ একদম শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কোন একটি ওষুধের সঙ্গে সমন্বয় সাধন করছো অর্থাৎ আজকের এই সমস্যার উৎসের অনুসন্ধান করছো না।স্যার শ্যামল কুমার দাস এর মতে হোমিওপ্যাথিক চিকিৎসার দু’টি ধরণ রয়েছে, ১) সুপারফিসিয়াল হোমিওপ্যাথি এবং ২) রিয়েল হোমিওপ্যাথি। এবার আমরা এ বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব।