Contact

স্যার জেমস টাইলার কেন্টের Sick, কাজী আজম
05 Jun, 2024

স্যার জেমস টাইলার কেন্টের Sick, কাজী আজম

Sir Kent’s warning-

Prescribing for the results of disease causes changes in the results of disease, but not in the sickness except to hurry its progress.

Kent’s philosophy, page- 23

রোগের পরিনামফলের (রোগযন্ত্রণার) উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করলে সেগুলির উপশম হয় ঠিকই, তবে sickness (প্রকৃত মানুষটি) এর জন্য ওষুধ নির্বাচন না করতে পারার কারনে মূল রোগটি ভিতরে ভিতরে বাড়তে থাকে।

এই সতর্কবাণীর মধ্যে দুইটি দিক রয়েছে—

প্রথমতঃ results of disease তথা রোগের পরিনামফলের চিকিৎসা করলে তার উপশম হবে। কিন্তু,

দ্বিতীয়তঃ sickness এর চিকিৎসা না করলে মূল রোগ ভিতরে ভিতরে (hurry its progress) বাড়তে থাকবে।

পূর্বের আলোচনায় স্যার হ্যানিম্যান যাকে disease বলেছেন, স্যার কেন্ট তাকে results of disease বলেছেন। তিনি disease কে দুই ভাগে বিভক্ত করেছেন। যথাক্রমে— ১) True disease ও  ২) Results of disease।

যেসকল রোগশক্তি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি সেগুলি হচ্ছে True disease। আর এই True disease গুলি আমাদের দেহ—মনে যেসকল কষ্ট—যন্ত্রণার অনুভুতি বা সিম্পটম বা প্যাথলজী তৈরি করে তাকে তিনি results of disease বলেছেন।

এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা স্যার কেন্ট এর ফিলোসোফির ২৩ পাতায় বর্ণিত একটি উদ্বৃতি পর্যালোচনা করে দেখি, তিনি বলছেন—

That patient has the same disease he had when he was born. This array of symptoms represents the same state before the pathological conditions have been formed as after. And it is true, if he has liver disease or brain disease of any of the many tissue changes that they call disease. You must go back and procure these very symptoms before you can make a prescription.

রোগীর একই রকম রোগ থাকে যা তার জন্মের সময় ছিল। এই লক্ষণ সমষ্টি অসুস্থ হবার পূর্বে একই অবস্থা তুলে ধরে, সুস্পষ্ট করে যেমনটা পরে করে। আর এটা সত্য, যদি তার যকৃতের রোগ বা মস্তিষ্কের রোগ হয়ে থাকে কিংবা অনেক টিস্যুর মধ্যে যে কোন টিস্যুর পরিবর্তন হয় যেটাকে লোকেরা রোগ বলে। আপনাকে অবশ্যই কালের দিক থেকে পিছনে ফিরে যেতে হবে এবং ব্যবস্থাপত্র করার আগে আপনাকে অবশ্যই এই লক্ষণগুলোই সংগ্রহ করতে হবে।

এই বক্তব্য এবং স্যার হ্যানিম্যানের বক্তব্য বিশ্লেষণ করলে পাওয়া যায়—

লোকেরা যাকে রোগ বলে তা আমরা জন্মের সময়ই পেয়েছি। অথচ তখন আমদের মধ্যে সে ধরনের রোগ—যন্ত্রণার লক্ষণ নাও থাকতে পারে কিন্তু রোগশক্তির উপন্থিতি থাকে যা পরবর্তিতে বিভিন্ন রোগ লক্ষণ সৃষ্টি করে, যাকে স্যার হ্যানিম্যান sick বলেছেন। এবং এই sick অবস্থা কোন না কোন লক্ষণ বা তথ্য দ্বারা বোঝা যায়।

যদি যকৃতের রোগ বা মস্তিষ্কের রোগ হয়ে থাকে কিংবা অনেক টিস্যুর মধ্যে যে কোন টিস্যুর পরিবর্তন হয় যেটাকে লোকেরা রোগ বললেও একজন হোমিওপ্যাথ তাকে রোগ বিবেচনা না করে তাকে রোগের পরিনামফল (results of disease) হিসেবে সনাক্ত করবেন। এই অবস্থায় যেসকল লক্ষণ প্রকাশিত হয় তা রোগের পরিনামফলের লক্ষণ। ওষুধ নির্বাচন বা ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন করার জন্য এসকল লক্ষণের কোন গুরুত্ব নেই।

ওষুধ নির্বাচন বা ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন করার জন্য অবশ্যই কালের দিক থেকে পিছনে ফিরে যেতে হবে (go back) এবং sick অবস্থার লক্ষণগুলোই সংগ্রহ করতে হবে।

অতএব,

True disease কি ?

আমরা জন্মগতভাবে যেসকল রোগশক্তি অর্জন করে থাকি, যেগুলির কারনে আমদের দেহ—মনে কষ্টকর লক্ষণসমূহ বা প্যাথলজী প্রকাশ পায় তাকে True disease বলে। এর সংখ্যা সীমিত। কেন্ট ফিলোসোফিতে বলা হয়েছে All miasms are true disease।

Results of disease কি ?

True disease গুলির কারনে আমদের দেহ—মনে যেসকল কষ্টকর লক্ষণসমূহ বা প্যাথলজী প্রকাশ পায় তাকে Results of disease বলে। এর সংখ্যা অসংখ্য।

Sickness কি ?

একজন মানুষের মধ্যে বংশগতি থেকে জন্মগতভাবে অর্জিত রোগশক্তির উপন্থিতি বা True disease গুলির অবস্থান হচ্ছে sickness। কালের দিক থেকে পিছনে ফিরে তথা go back এর মাধ্যমে এর লক্ষণ সংগ্রহ করতে হয়।

Hurry its progress কি ?

হোমিওপ্যাথির সদৃশ নীতি অনুযায়ী Results of disease এর লক্ষণ বিবেচনা করে ওষুধ নির্বাচন করলে উপস্থিত মতে রোগী আরাম পাবে, হয়তো অনেকদিন ভালোও থাকতে পারে, কিন্তু আজকের Results of disease এর উৎস যেসকল True disease, তার চিকিৎসা না করলে সেগুলিতো যথারীতি সক্রিয় থেকে কাজ করে যাবে এবং ভিতরে ভিতরে বাড়তে থাকবে। বরং Results of disease এর চিকিৎসার কারনে যে suppression বা Results of disease কে দেহভ্যন্তরে চাপিয়ে দেয়া হয় তাতে ভবিষ্যতে তা ভয়াবহ রূপ নেবে। একেই বলা হয়েছে Hurry its progress।

সুতরাং মানব স্বাস্থ্যের বৃহত্তর কল্যাণে স্যার কেন্ট এর নির্দেশনা অনুযায়ী একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কর্তব্য হচ্ছে sickness এর চিকিৎসা করা।