Contact

স্যার এইচ. এ. রবার্টস এর ফিলোসফি, কাজী আজম
07 Jun, 2024

স্যার এইচ. এ. রবার্টস এর ফিলোসফি, কাজী আজম

স্যার এইচ. এ. রবার্টস তাঁর ফিলোসফির ১৫ পৃষ্ঠায় বলেছেন, 

Homoeopathy treats the sick individual;

হোমিওপ্যাথি অসুস্থ মানুষের চিকিৎসা করে।

হোমিওপ্যাথি যেহেতু sick এর চিকিৎসা করে, অতএব হোমিওপ্যাথির রীতি অনুযায়ী আমাদেরকে sick এর similimum ওষুধ নির্বাচন করতে হবে। হোমিওপ্যাথিক প্রচলিত শিক্ষা থেকে আমরা জেনেছি- লক্ষণ ভিত্তিক চিকিৎসায় লক্ষণ সমষ্টির সদৃশ ওষুধ নির্বাচন করতে হবে। যেসকল ওষুধের লক্ষণসমূহ ডায়াগনোসিস হয়েছে তা জানার উপায় হচ্ছে মেটেরিয়া মেডিকা এবং রেপার্টরী।

কিন্তু স্যার এইচ. এ. রবার্টস তাঁর ফিলোসফির ৮৪ পৃষ্ঠায় স্বীকার করেছেন - 

In fact, the similimum is practically never found among the diagnostic symptoms, 

প্রকৃতপক্ষে, সিমিলিমামটি সুনিশ্চিৎভাবে ডায়াগনস্টিক লক্ষণগুলির মধ্যে কখনও পাওয়া যায় না।

তাহলে sick এর similimum পাওয়া যাবে কীভাবে?

৭৬ পৃষ্ঠায় তিনি Prescription এর জন্য hereditary tendencies, ৮৩ পৃষ্ঠায় The personality এবং The individuality কে অধিকতর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন -

... have more importance in child life than in adult life, because through them we see the expression of the child’s disposition and desires.

প্রাপ্তবয়স্ক জীবনের চেয়ে শৈশব জীবনের গুরুত্ব বেশি, কারন শৈশবের স্বভাব এবং ইচ্ছার মাধ্যমে মানুষের প্রকৃত বৈশিষ্ট চেনা যায়।

৮৮ পৃষ্ঠায় আরো বলেছেন -

Sometimes these early symptoms will place the physician in a position to see clearly the basic miasmatic condition from which the patient is himself suffering. This should bear a large place in the evaluation of symptoms. 

কখনও কখনও শৈশবের এই লক্ষণগুলি চিকিৎসককে রোগীর কষ্ট-ভোগের মূল মায়াজমগত অবস্থা পরিস্কারভাবে বুঝতে সাহায্য করে থাকে। লক্ষণগুলির মূল্যায়নে ঐ সময়কালকে প্রাধান্য দেওয়া উচিৎ।

স্যার জেমস টাইলার কেন্ট go back তথা পিছনে ফিরে গিয়ে sick এর similimum খুঁজতে নির্দেশ দিয়েছেন। স্যার এইচ. এ. রবার্টস sick এর similimum খুঁজতে শৈশবের লক্ষণগুলি সংগ্রহ করতে বলেছেন। কিন্তু কোন্ কোন্ লক্ষণ sick এর জন্য দায়ী কোন্ কোন্ true disease এর Indication তথা সদৃশ লক্ষণ বা প্রতিনিধিত্ব করে তার কোন পরিস্কার তথ্য কেউ দিয়ে যাননি! অর্থাৎ এ বিষয়ক সুস্পষ্ট লক্ষণসমূহ কোন মেটেরিয়া মেডিকা কিংবা রেপার্টরীতে নেই।

সুতরাং এ প্রশ্ন থেকেই যায়- sick এর similimum পাওয়া যাবে কীভাবে ?

এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করেছেন স্যার শ্যামল কুমার দাস। ঋষিগণ যে পথের দিক দেখিয়েছেন তিনি সে পথ নির্মাণ করেছেন। হোমিওপ্যাথিক দর্শন ও বিজ্ঞানকে মান্যতা দিয়ে এটি তাঁর মৌলিক আবিষ্কার। তাঁর উদ্ভাবিত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির নামকরণ করেছেন- “গো-ব্যাক প্রসিডিউর অব রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম”। আমরা এসম্পর্কে এবার আলোচনায় সচেষ্ট হব।